রাত ১১ টা ২০ মি, রবিবার, মোহনা টিভি
সত্য ঘটনার ছায়া অবলম্বনে
খণ্ড নাটক: সাবধান
নাট্যরূপ ও প্রযোজনা: মোস্তাফিজুর রহমান সুমন
মোস্তাফিজুর রহমান সুমনের নাট্যরূপ ও প্রযোজনায় বাংলাদেশের বিভিন্ন চাঞ্চল্যকর-আলোচিত ও মর্মস্পর্শী হত্যাকা-, ধর্ষণ, গুম, অপহরণ, প্রতারণা ও ডাকাতির নেপথ্য কাহিনী নিয়ে নির্মিত হয় পূর্ণাঙ্গ খণ্ড নাটক। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এর প্রতিটি পর্ব'। এখন সারা দেশে-বিদেশে আলোচনার শীর্ষে মানব পাচার । এই অপরাধ সর্ম্পকে দুই পর্বের বিশেষ ‘সাবধান’ প্রচারিত হবে মোহনা টেলিভিশনে। মানব পাচার একটি বিশাল চক্র এরা বিভিন্ন ভাবে একজন সহজ সরল মানুষকে তাদের জালে ফেলে। কিভাবে নদী পথে নিয়ে যাওয়া হয় এবং কোথায় নিয়ে যাওয়া হয় তা ‘সাবধান’এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই বিশেষ খণ্ড নাটকটি মোহনা টেলিভিশনে প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবিবার রাত ১১টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড