সকাল ১০টা ২০ মি, ৭ জুন, বৈশাখী টিভি
আলাপ’এর অতিথি
কল্যাণী কাজী
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’এর এবারের পর্বের অতিথি সংগীতশিল্পী কল্যাণী কাজী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধু। ১৯৫২ সালে কবিপুত্র কাজী অনিরুদ্ধ’র সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংগীত চর্চার পাশাপাশি লেখালেখিও করছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নজরুল ইসলামের ঘনিষ্ট সম্পর্ক নিয়ে লিখছেন রবি পরিক্রমা। কবি কাজী নজরুল ইসলামকে পরিবারের একজন হিসেবে দেখার অভিজ্ঞতা নিয়ে তিনি লিখছেন অন্তরঙ্গ।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি সঞ্চানা করছেন শান্তা।
সাতদিন/এমজেড