সকাল ৮ টা, ৭ জুন, মোহনা টেলিভিশন
মোহনার সকালে'গাইবেন বিজন চন্দ্র মিস্ত্রি
উপস্থাপনা: সায়মা আফরোজ
প্রযোজনা: এ.বাবুল
মোহনা টিভির প্রভাতি অনুষ্ঠান মোহনার সকালে আসছেন সংগীতশিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। সায়মা আফরোজের উপস্থাপনায় 'মোহনার সকাল'প্রযোজনা করেছেন এ.বাবুল। প্রচারিত হবে সকাল ৮ টায়।
১৯৯৪ সনে অঞ্জলী বিশ্বাস ও মনিন্দ্র বিশ্বাসের সহযোগিতায় বরগুনাতেই যতীন মজুমদারের কাছে শুদ্ধ সঙ্গীতে হাতে খড়ি তার। কিছুকাল পরে পণ্ডিত গোপী মোহন কর্মকারের কাছে রাগ সঙ্গীতে তালিম নেন। ১৯৯৬ সালে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় এবং একই সঙ্গে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে নজরুল সঙ্গীত বিভাগে ভর্তি হন তিনি। এরপর বিদ্যায়তনে শিক্ষা গ্রহণের পাশাপাশি তিনি ব্যক্তিগত ভাবে ধ্রুপদে তালিম নেওয়া শুরু করলেন। তাঁর সংগীত জীবনের বড় একটা অংশজুড়ে রয়েছে ছায়ানট সংগীত বিদ্যালয়।
পরবর্তীতে তিনি শুদ্ধ সংগীতে তালিম নিয়েছেন রেজোয়ান আলী লাভলু, অনুপ বড়ুয়া, সতীন্দ্র নাথ হালদার, পুলক গুপ্তের কাছে। বিজন চন্দ্র মিস্ত্রি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীর শিল্পী।
বর্তমানে ছায়ানটের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন বিজন মিস্ত্রি। একই সঙ্গে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্থাপত্য বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
সাতদিন/এমজেড