রাত ১২ টা, জিটিভি
হরর সিরিয়াল
ডেইলী ফ্রাইট নাইট
এবারের পর্ব 'মাংস তত্ত্ব'
চিত্রনাট্য: শাকিব হাসান বাধন
রচনা ও পরিচালনা: তানিম রহমান অংশু
জিটিভিতে প্রচারিত হচ্ছে হরর মেগা সিরিয়াল ‘ডেইলি ফ্রাইট নাইট’। প্রথম বারের মত দেশের কোন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে এই হরর নাটক। সপ্তাহের প্রতি শুক্র থেকে বুধবার প্রচার হবে এই মেগা হরর সিরিয়াল। আর সপ্তাহের বাকি একদিন অর্থাৎ বৃহস্পতিবার প্রচার হবে পুরো সপ্তাহে প্রচারিত পর্ব নিয়ে বিশেষ মহা সপ্তাহ পর্ব। প্রতিটি পর্বই সাজানো হয়েছে এক একটি ভৌতিক, এডভেঞ্জার এবং রোমাঞ্জকর গল্প দিয়ে। তানিম রহমান অংশু’র গল্প ও পরিচালনায় হরর এই মেগা ধারাবাহিকের চিত্রনাট্য করেছেন শাকিব হাসান বাধন। এবারের গল্প ‘মাংস তত্ত্ব’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, নিবেদিতা বিশ্বাস, মোঃ আব্দুল্রাহ, আয়েশা মারজান, সিয়াম নাসির, লুৎফর রহমান জর্জ, তানভিন সুইটি, মিশু সাব্বির, স্বাগতা, সেলিম শেখ, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ, মুন ইসলাম, সাবা, আশিকুর রহমান পুতুল, শাওন হক, মৌ, সেন্টু প্রমুখ।
হরর এই মেগা ধারাবাহিকটি সপ্তাহের প্রতি শুক্রবার থেকে বুধবার এবং বিশেষ পর্ব বৃহস্পতিবার রাত ১২টায় জিটিভিতে প্রচার হবে।