রাত ১০টা ১০ মি, ৭ জুন, একুশে টিভি
গল্প স্বল্প গান’এর অতিথি
শানরৈ শানু ও কিশোর
উপস্থাপনা: ফৌজিয়া এরিনা
প্রযোজনা: শাওন রায় চৌধুরী ও ফৌজিয়া এরিনা
আড্ডা ও গান নিয়ে একুশে টেলিভিশনের আয়োজন ‘গল্প স্বল্প গান’। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী শানরৈ দেবী শানু এবং সংগীতশিল্পী কিশোর।২০০৫ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন শানু। বর্তমানে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। অপরদিকে ২০০৬ সালের ক্লোজ আপ ওয়ান শিরোনামের জনপ্রিয় গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে তারকা খ্যাতি পেয়েছেন কিশোর।
শাওন রায় চৌধুরী এবং ফৌজিয়া এরিনা’র যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে রাত ১০টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফৌজিয়া এরিনা।
সাতদিন/এমজেড