বিকেল ৪টা ৩০ মি, একুশে টেলিভিশন
সঙ্গীতের খবরাখবর নিয়ে
মিউজিক স্টেশন
উপস্থাপনা: মারজিয়া কবীর সনিকা
একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘মিউজিক স্টেশন’বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মারজিয়া কবীর সনিকা।
সাম্প্রতিক সময়ের দেশ বিদেশের সঙ্গীতের খোঁজ-খবর এবং টপ চার্ট নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’। এছাড়া অনুষ্ঠানটিতে দেশ বিদেশের মিউজিক ভিডিও দেখানো হয়।