সন্ধ্যা ৬ টা, জিটিভি
রফিকুজ্জামানের উপস্থাপনায়
আবারো শুনতে ইচ্ছে করে
প্রযোজনা: নজরুল ইসলাম খান
জিটিভি’র নিজস্ব স্টুডিওতে বৈঠকি আঙ্গিকের গানের অনুষ্ঠান ‘আবারো শুনতে ইচ্ছে করে’। অনুষ্ঠানটি সঞ্চলনা করছেন বাংলা গানের অন্যতম গীতিকার মোহাম্মদ রফিুজ্জামান।প্রতিপর্বে দুইজন শিল্পী গান পরিবেশন করবেন। গানের পাশাপাশি গান নির্ভর কিছু আলাপ আলোচনাও স্থান পাবে এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে হারানো দিনের গান, জনপ্রিয় আধুনিক গান, অতুল প্রসাদ, রজনীকান্ত, ডি.এল রায়সহ পঞ্চকবির গান,বাউল আঙ্গিকের গান, এবং বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের গান নিয়ে সাজানো হবে।
সাতদিন/এমজেড