রাত ১০টা, ৮ জুন
এবং সকাল ৮টা ৩০ মি, ৯ জুন, এশিয়ান টিভি
ইয়ং স্টার-এ
শিরিন শিলা ও আসিফ নূর
উপস্থাপনা: দেবাশিষ বিশ্বাস
প্রযোজনা: ইমরান আলি
এশিয়ান টেলিভিশনের আড্ডা-আলোচনার নিয়মিত অনুষ্ঠান ‘ইয়ং স্টার’-এর এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন শিরিন শিলা ও নবাগত নায়ক আসিফ নূর। সম্প্রতি জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জ্বালা’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন শিরিন শিলা আর তার সাথে অভিনয় করবেন নবাগত নায়ক আসিফ নূর। ২০১৪ সালে হিটম্যান চলচ্চিত্রে র্পাশ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শিরিন শিলার এবং তারপর 'ক্ষণিকের ভালোবাসা'য় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করার সুযোগ পান। এ বছর চুক্তিবদ্ধ হয়েছেন রাজু চৌধুরী পরিচালিত 'এক মিনিট' শিরোনামে আরও একটি ছবিতে। অন্যদিকে নবাগত নায়ক আসিফ নূরের 'শূন্য হৃদয়' ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়ের সাথে সাথে ছবিটি পরিচালনা করেছেন মৌসুমি।
ইমরান আলির প্রযোজনায় ইয়ং স্টার প্রচারিত হবে সোমবার রাত ১০ টায় এবং পুনঃপ্রচার করা হবে পরদিন সকাল ৮টা ৩০ মিনিটে এশিয়ান টিভিতে।