বিকাল ৫টা ৩০ মি, ৯ জুন, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
হৃদি হক
প্রযোজনা: কাজী চপল
অভিনয়শিল্পী ও নাট্যব্যক্তিত্ব হৃদি হক আসছেন এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে। টিভি ও মঞ্চ নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি নাটক রচনা ও নির্দেশনা দিয়ে থাকেন। এ ছাড়া টিভি অনুষ্ঠানের উপস্থাপনাতেও দেখা গেছে তাঁকে। ‘টিকেট’ নামের একটি প্রযোজনা সংস্থার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। উল্লেখ্য, তিনি বাংলাদেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক ও লাকী ইনামের সন্তান।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশন প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড