রাত ১১টা ২৫ মি, ৯ জুন, বাংলাভিশন
কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায়
‘রাত বিরাতে’র অতিথি লাকী আখন্দ
প্রযোজনা: কাওনাইন সৌরভ
ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’-র আজকের পর্বের অতিথি বাংলাদেশের রক এবং ওয়েস্টার্ন মিউজিকের অন্যতম পথিকৃত লাকী আখন্দ। 'এই নীল মণিহার', 'আমায় ডেকো না, 'আগে যদি জানতাম', 'যেখানে সীমান্ত তোমার', 'কবিতা পড়ার প্রহর এসেছে'র মতো কালজয়ী সব গানের কিংবদন্তি শিল্পী তিনি।
বাংলাদেশের অন্যতম সেরা সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক ‘লাকী আখন্দ ৮০-এর দশক থেকে রক, জাজ, ল্যাটিন ভিটা ইত্যাদিও সাথে বাংলার মিশেলে গবেষণাধর্মী সুর করে জয় করেছেন শ্রোতাদের মন। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে উম্মেচিত হয় অসংখ্য শ্রোতানন্দিত ও ব্যপক জনপ্রিয় সব গানের সুরকার। ‘লাকী আখন্দ তাদের মধ্যে অন্যতম।
তার প্রথম সলো অ্যালবাম ‘লাকী আখন্দ’। ২০০৫ সালে লাকী আখন্দ ও সামিনা চৌধুরীর অংশগ্রহণে 'আনন্দ চোখ' শিরোনামে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়। এর প্রায় দুই বছর পর বাজারে আসে মিশ্র অ্যালবাম 'তোমার অরণ্য'।
বাংলাভিশনের 'রাত বিরাতে' অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর মুখোমুখি হয়েছেন তিনি। জানিয়েছেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তাঁর স্মৃতি বিজড়িত স্থানে বেড়িয়েছেন এবং গেয়েছেন কয়েকটি গান।