রাত ৮ টা ৪০ মি, মাছরাঙা টিভি
নতুন ধারাবাহিক নাটক
ধূসর অতিথি
রচনা ও পরিচালনা: এডি দুলাল
অভিনয়: শোয়েব, দীপা খন্দকার, শাহরিয়ার নাজিম জয়
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর অতিথি’। এতে দেখা যাবে, মা-বাবাকে না জানিয়ে মেধাবী ছাত্র প্রবালকে বিয়ে করে মাধুরী। একদিন ছিনতাইকারী হিসেবে গণপিটুনিতে মৃত প্রবালের ছবি ছাপা হয় পত্রিকায়। ততদিনে মাধুরী সন্তানসম্ভবা। অসুস্থ বাবার অনুরোধে ওই অবস্থায় একাই রওনা হয় বাড়িতে। পথে খুব অসুস্থ হয়ে পড়লে চপল নামের এক যুবক তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে। তবে চপলকে সুযোগ সন্ধানী মনে করে মাধুরী। নানাভাবে তাকে তিরস্কার করলেও বাবা-মা আর প্রতিবেশীদের মন জয় করে নেয় চপল। একদিকে যেমন মাধুরীর তিরস্কারের পরিমান বাড়ে, অন্যদিকে মনের মধ্যে একটা জায়গাও তৈরী হয়। হঠাৎই চপল চলে যাওয়ার পর মাধুরী সেটা বুঝতে পারে। ততক্ষণে চপল তার গন্তব্যে চলে গেছে-এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।
প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে নতুন এই ধারাবাহিক নাটকটি। এডি দুলালের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শোয়েব, দীপা খন্দকার, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।
সাতদিন/এমজেড