রাত ৮টা ২০মি, একুশে টেলিভিশন

ধারাবাহিক নাটক: ঢোল

রচনা: আবদুস সালাম
পরিচালনা: ইদ্রিস হায়দার
অভিনয়: হিল্লোল, শশী, নওশীন, তানিয়া ইসলাম, তুষার খান, সাবেরি আলম, অনিন্দ্য, সীমান্ত, সঞ্জয় রাজ, মৌরি


মমতাময়ী মা’র মমতা ছাড়া অবহেলিত সন্তানের মনস্তাত্ত্বিক রূপ ফুটে উঠেছে নাটকটিতে। কর্পোরেট জব করেন হিল্লোল। হঠাত্ করেই কলিগদের না জানিয়ে বিয়ে করেন শশীকে। অফিসে অনেক সুন্দরীদের স্বপ্নের আকাশে বিচরণ করতো হিল্লোল। কিন্তু হিল্লোল প্রচণ্ড ভালোবাসে শশীকে। বিয়ের পর হিল্লোলের বাড়িতে অভ্যর্থনা শশীকে মুগ্ধ করে। ভালোবাসার সংসারে শশীর কোলজুড়ে আসে অনিন্দ্য। মা-বাবার ভালোবাসায় অনিন্দ্য বড় হয়। কিন্তু হঠাত্ করেই রোড এক্সিডেন্টে শশী মারা যায়। একদিকে অফিস, অন্যদিকে অনিন্দ্য—কোনোটাই যেন ঠিকমত সামলানো যাচ্ছে না। মেলা থেকে মায়ের দেয়া ঢোলের ধুলা মুছতে থাকে অনিন্দ্য। স্নেহমাখা মায়ের আদর কিছুতেই যেন ভুলতে পারছে না অনিন্দ্য।

নওশীন হিল্লোলের সহকর্মী। অনিন্দ্য’র প্রতি নওশীনের দুর্বলতা দেখে হিল্লোল নওশীনকে বিয়ে করে। শুরু হয় নতুন জীবনের। অনিন্দ্যকে নিজের সন্তানের মতো ভালোবাসে নওশীন। কিন্তু অনিন্দ্য নিজের মায়ের আদর মাখা ভালোবাসা ভুলতে পারে না। মা-বাবার ভালোবাসার কথা মনে হলেই অনিন্দ্য তীব্র বেগে তার ঢোলটি বাজাতে থাকে। এদিকে হিল্লোল ও নওশীনের কোলজুড়ে আসে সীমান্ত। নওশীন নিজের সন্তানকে পেয়ে দূরে ঠেলে দেয় অনিন্দ্যকে। এ নিয়ে হিল্লোল এবং নওশীনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। নওশীনের ওপর ক্ষিপ্ত হয়ে হিল্লোল অনিন্দ্যকে চড় মারে। প্রচণ্ড কষ্ট পেয়ে অনিন্দ্য তার ঢোলটি বাজায় আর একাকী কাঁদতে থাকে। হঠাত্ করেই একদিন অনিন্দ্য বাড়ি থেকে চলে যায়। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

আবদুস সালামের গল্প থেকে ধারাবাহিকটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। অভিনয়ে হিল্লোল, শশী, নওশীন, তানিয়া ইসলাম, তুষার খান, সাবেরি আলম, অনিন্দ্য, সীমান্ত, সঞ্জয় রাজ, মৌরি প্রমুখ। ধারাবাহিকটি একুশে টেলিভিশনে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে।

৯ জুন ২০১৫

নাটক

 >  Last ›