সন্ধ্যা ৬টা ৩০ মি, ৯ জুন, একুশে টিভি

দেশজুড়ে সংলাপ

বিষয় : নারীর কর্মসংস্থান সহায়ক সৌর্ন্দয চর্চা কেন্দ্র বিউটি পার্লার
প্রযোজক : মাসুমা লিসা
সঞ্চালক : আরিফা আক্তার নিপা


একটা সময় ছিলো যখন বিউটি পার্লার বলে কোন কিছুর অস্তিত্বই ছিলোনা। রূপচর্চার চিন্তাটা প্রথম কিভাবে এসেছিলো তা জানা না গেলেও রোজকার লাইফস্টাইলে বিউটি পার্লার এখন পারিবারিক বসার ঘরের মতোই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ন। দেশজুড়ে সংলাপে এবারের পর্বের আলোচনার বিষয় “নারীর কর্মসংস্থান সহায়ক সৌর্ন্দয চর্চা কেন্দ্র বিউটি পার্লার”।


এবারের ‘দেশজুড়ে সংলাপ’এর আলোচক হিসেবে উপস্থিত থাকছেন স্বর্নলতা রায়, সফল উদ্যোক্তা ও সত্ত্বাধিকারী ও সভাপতি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এবং সাদিয়া তাজমিন দোলা, সফল উদ্যোক্তা ও সত্ত্বাধিকারী, ড্রিম টাচ।

সাতদিন/এমজেড

৯ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›