রাত ৯টা ২০ মি, ১৬ সেপ্টেম্বর, এসএ টিভি
দ্যা ফিল্ম ফ্যাক্টরি’র অতিথি
সংগীত গুরু আজাদ রহমান
উপস্থাপনা নুসরাত জাহান
প্রযোজনা তাহামিনা কেয়া
যমুনা ইলেক্ট্রনিকস এন্ড অটোমোবাইলস-এর সৌজন্যে এসএ টেলিভিশনে প্রতি বুধবার প্রচারিত হয় ‘দ্য ফিল্ম ফ্যাক্টরি’। অনুষ্ঠানের প্রতি পর্বে আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনে মুক্তি পাওয়া চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কোন একটি পুরনো উল্লেখযোগ্য চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হয়। চলচ্চিত্র জগতের খ্যাতিমান একজন ব্যাক্তিত্বকে অতিথি হিসেবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সেরা চলচ্চিত্রগুলোর গল্প, গান, পেছনের গল্প, পরিচালকের দৃষ্টি ভঙ্গি ইত্যাদি বিষয় বস্তু নিয়ে এই অনুষ্ঠানটি নির্মিত হয়। এবারের পর্বের অতিথি প্রখ্যাত সংগীত গুরু আজাদ রহমান।
আজাদ রহমান একাধারে সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও শিল্পী। পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করা এই শিল্পী বিশ্বভারতী থেকে খেয়ালে অনার্স সম্পন্ন করেন। ১৯৬৩ সালে কলকাতার চলচ্চিত্র ‘মিস প্রিয়ংবদা’র সংগীত পরিচালক হিসেবে তিনি প্রথম চলচ্চিত্র জগতে আসেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে এসে বসবাস শুরু করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি উচ্চাঙ্গসংগীতের চর্চা করে যাচ্ছেন এবং সেই সাথে বাংলায় খেয়াল গানের প্রচলনে চেষ্টা করছেন। তাঁকে বাংলা খেয়ালের জনক বলা হয়।
তাহামিনা কেয়া’র প্রযোজনায় দ্য ফিল্ম ফ্যাক্টরি প্রচারিত হয় বুধবার রাত ৯টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নুসরাত জাহান।
সাতদিন/এমজেড