দুপুর ১টা ৩০মি, ৯ জুন, বিটিভি
শিল্প প্রাঙ্গণ এর বিষয় মুদ্রা শিল্প
উপস্থাপনা: ইকবাল খন্দকার
প্রযোজনা: মামুন মাহমুদ
পরিকল্পনা: সোনিয়া পারভীন শাপলা
ইকবাল খন্দকারের উপস্থাপনায় বিটিভিতে প্রচার হচ্ছে শিল্প-সংস্কৃতিবিষয়ক পাক্ষিক অনুষ্ঠান ‘শিল্প প্রাঙ্গণ’। প্রতিটি পর্বকে সাজানো হয়েছেন একটি ঐতিহ্যবাহী শিল্পকে নিয়ে। অনুষ্ঠানটির প্রথম পর্বে তুলে ধরা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কারুশিল্প। ৯ জুন দুপুর ১ টা ৩০ মিনিটে ‘শিল্প প্রাঙ্গণ’ এ তুলে ধরা হবে 'মুদ্রা শিল্প'।
রাজধানী ঢাকার মিরপুরের ২ নম্বরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দ্বিতীয় তলায় রয়েছে 'টাকার জাদুঘর'। বিশ্বের প্রায় ১২০টি দেশের মুদ্রা স্থান পেয়েছে এখানে। বাংলার সুলতানি, মোঘল ও ব্রিটিশ আমলসহ বর্তমান সময় পর্যন্ত সংগৃহীত সব ধরণের মুদ্রা সংরক্ষিত আছে জাদুঘরটিতে।
জাদুঘরের গ্যালারি দুটি। প্রথম গ্যালারিতে গিয়ে দেখা যাবে এ অঞ্চলের সবচেয়ে পুরোনো ছাপা মুদ্রা। এ মুদ্রার প্রধান বৈশিষ্ট্য হলো, কতগুলো প্রতীকের ছাপ। সাধারণ রুপা দিয়ে তৈরি এ মুদ্রার প্রচলন শুরু হয় খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে। বাংলাদেশের মহাস্থানগড় ও নরসিংদী জেলার উয়ারী-বটেশ্বরে পাওয়া গেছে এ ধরনের অনেক মুদ্রা
দ্বিতীয় গ্যালারিতে বিভিন্ন দেশের মুদ্রার পাশাপাশি রয়েছে ফটো কিয়স্ক। এখানে এক লাখ টাকার একটি নোটের ভেতরে চাইলেই যে কেউ নিজের ছবি জুড়ে নিতে পারেন। প্রক্রিয়াটি শেষ করতে খরচ হবে মাত্র ৫০ টাকা।
টাকা জাদুঘরকে আধুনিক, সমৃদ্ধিশালী, দৃষ্টিনন্দন এবং তথ্যসমৃদ্ধ করার জন্য জাদুঘরে স্থাপন করা হয়েছে ডিজিটাল সাইনেজ, ডিজিটাল ফটোকিয়স্ক, এলইডি মনিটর, থ্রিডি টিভি ইত্যাদি। এ ছাড়া রয়েছে একটি স্যুভেনির শপ, যেখান থেকে দর্শকেরা কিনতে পারবেন নানা স্যুভেনির।
এ জাদুঘরে কোনো প্রবেশ মূল্য নেই। খোলা থাকে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।
সোনিয়া পারভীন শাপলার পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। বিটিভি ও বিটিভি World-এ একযোগে প্রচারিত হবে ‘শিল্প প্রাঙ্গণ’ অনুষ্ঠানটি। উপস্থাপনায় রয়েছেন ইকবাল খন্দকার।
উল্লেখ্য, অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে প্রচারিত হয় প্রতি মাসের ২য় ও ৪র্থ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে।