প্রতিদিন সকাল ১০টা, ১০ থেকে ১৪ জুন, জিটিভি
হোম সিরিজের ১ম টেস্ট সরাসরি সম্প্রচার
বাংলাদেশ বনাম ভারত
বাংলাদেশের সাথে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতের জাতীয় ক্রিকেট দল। ১০ জুন এই সিরিজ শুরু হবে সিরিজের একমাত্র টেস্টের মধ্য দিয়ে। ১০ থেকে ১৪ জুন টেস্ট ম্যাচটি চলবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে। প্রতিদিন সকাল ১০টা থেকে টেস্ট ম্যাচটি সম্প্রচার করা হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সিরিজের সবকটি একদিনের ম্যাচই হবে দিবারাত্রির।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের সবগুলো খেলার সম্প্রচার স্বত্ব পায় জিটিভি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-ভারত হোম সিরিজ প্রচার করছে চ্যানেলটি।
সাতদিন/এমজেড