বিকাল ৫টা ৩০ মি, ১১ জুন, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
কবি ও নাট্য নির্দেশক আরিফ হয়দার
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আরিফ হায়দার। তিনি একাধারে শিক্ষক, কবি এবং নাট্য নির্দেশক। অনুষ্ঠানে তিনি জানাচ্ছেন তাঁর জীবনের নানা অজানা কথা, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড