বিকাল ৩টা ৫ মি, ১১ জুন, চ্যানেল আই

হুমায়ুন আহমেদ পরিচালিত চলচ্চিত্র

নয় নম্বর বিপদ সংকেত


প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র-নির্মাতা হুমায়ুন আহমেদের রচনা ও পরিচালনায় ২০০৬ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’ প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়। ১৭০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর ব্যাপক দর্শক প্রিয়তা অর্জন করেছিল। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, দিতি, তানিয়া আহমেদ, রহমত আলী’সহ আরও অনেকে। হাস্যরসাত্মক এই চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয় অঢেল সম্পত্তির মালিক নিঃসঙ্গ সোবহান সাহেবকে ঘিরে। তার নিরানন্দ জীবনে প্রাণ সঞ্চার করতে তার ম্যানেজার নানা রকম চেষ্টা চালায় কিন্তু সব চেষ্টাই যেন বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করে। উল্লেখ্য, চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয় হুমায়ুন আহমদের বাড়ি নুহাশ পল্লীতে।


সোবহান সাহেবে থাকেন বৃষ্টিবিলাস নামের এক বিশাল বাগান বাড়িতে, একা। তার ছেলে-মেয়েরা সবাই বাইরে থাকে। প্রথমে তার একাকিত্ব ঘোঁচাতে তার ম্যানেজার গ্রামের এক গাদা বাচ্চা ছেলে-মেয়েকে ভাড়া করে নিয়ে আসলে তারা বাড়ি এবং বাড়ির আশেপাশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। তাদেরকে কিছুতেই নিয়ন্ত্রণ করা না গেলে সোবহান সাহেব বন্দুকের ফাঁকা গুলি ছুঁড়ে তাদেরকে তাড়াতে বাধ্য হন।

এরপর সোবহান সাহেবের ছেলে-মেয়েদের বাড়িতে ফিরিয়ে আনতে নেওয়া হয় নতুন পরিকল্পনা। খবর রটিয়ে দেওয়া হয় সোবহান সাহেব মারা গেছেন। বাসায় মৌলভী এসে দয়া দরুদ পড়তে শুরু করে। ছেলেমেয়েরাও এসে হাজির হয়। এতে সৃষ্টি কৌতুকময় এক পরিস্থিতি। এভাবেই একের পর এক হাস্যরসাত্মক ঘটনার জন্ম দিতে থাকেন সোবহান সাহেব।

সাতদিন/এমজেড

১১ জুন ২০১৫

মুভি

 >  Last ›