সকাল ৮টা, ১১ জুন, মোহনা টিভি
মোহনার সকাল’এ ছায়া কর্মকার
উপস্থাপনা: সয়মা আফরোজ
প্রযোজনা: এ বাবুল
মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘মোহনার সকাল’এর এবারের পর্বের অতিথি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা’র শিক্ষক ও শিল্পী ছায়া কর্মকার। ছায়া কর্মকার সঙ্গীতে মাস্টার্স করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হতে। সেখানে তিনি শ্রীমতি মায়া সেন, শ্রীমতি স্বাগতালক্ষ্মী, শ্রীমতি অরুনা ঘোষ প্রমূখের কাছে তালিম নেন।
ছায়া কর্মকার তাঁর পরিবারের অনুপ্রেরণায় সঙ্গীত শিক্ষা শুরু করেন। তিনি প্রাথমিকভাবে তপন কুমার দে ও নিখিল কৃষ্ণ নাগের কাছে তালিম নেন। শুরুতে নজরুল সঙ্গীতের তালিম নিলেও পরবর্তীতে তিনি প্রখ্যাত সঙ্গীতগুরু ওয়াহিদুল হকের কাছে রবীন্দ্র সঙ্গীতের তালিম নেন। ইতোমধ্যে ছায়া কর্মকারের দুটি একক অ্যালবাম প্রখাশিত হয়েছে। অ্যালবামগুলো হল—‘আনন্দ ধারা’ এবং ‘আমার যে গান’। এ ছাড়া তিনি একটি মিশ্র অ্যালবামে কন্ঠ দিয়েছেন।
এ বাবুলের প্রযোজনায় ‘আজমেরি জেমস হাউজ মোহনার সকাল’ অনুষ্ঠানটি মোহনা টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন সকাল ৮টায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় করে থাকেন সায়মা আফরোজ।
সাতদিন/এমজেড