রাত ১২ টা ১ মি, আর টিভি
মিউজিক স্টেশন'এ
পলাশ এন্ড ফ্রেন্ডস
উপস্থাপনা: শ্রাবণ্য তৌহিদা
প্রযোজনা: শাহ আমীর খসরু
আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’ এ সঙ্গীত পরিবেশন করবেন পলাশ এন্ড ফ্রেন্ডস । তিনি শ্রোতাদের পছন্দসহ নিজের পছন্দেরও গান করবেন মিউজিক স্টেশনে।
এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন সংগীতের নানা বিষয় নিয়ে।
মিউজিক স্টেশন প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১২ টা ৫ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল ,উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা ও প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু।