রাত ৯টা ৫ মি, ১২ জুন, বাংলাভিশন
গানে গানে দেশে দেশে’র অতিথি
সমরজিৎ রায়
উপস্থাপনা: সৈয়দ আব্দুল হাদী
প্রযোজনা: নাহিদ আহমেদ বিপ্লব
সমরজিৎ রায় একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে দেশ-বিদেশের স্টেজ প্রোগ্রামে গান গেয়ে চলছেন।এছাড়া ভারতের সাংস্কৃতিক ‘গন্ধর্ব স্কয়ার’-এর অন্যতম সদস্য হিসাবে বেলজিয়ামে গিয়ে ইউরোপের জনপ্রিয় সংগীত পরিচালক ড্রির্ক ব্রসি’র সাথে ভারতীয় ও পশ্চিমা উচ্চাঙ্গসংগীতের মিশ্রণে নিরীক্ষাধমী সুর তৈরির কাজে অংশ নিয়েছেন। সেখানেও অনেক শোতে গান করেছেন সমরজিৎ রায়। তিনি আসছেন বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে দেশে দেশে’র অতিথি হয়ে।
সৈয়দ আব্দুল হাদী’র উপস্থাপনায় বাংলাভিশনে প্রচারিত হচ্ছে সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে দেশে দেশে’। বাংলা গানসহ পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতা সমৃদ্ধ গান নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। পৃথিবীর প্রায় দেশেরই গানের একটি স্বর্ণযুগ রয়েছে, যেমনটি রয়েছে আমাদের গানেও।
নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে।
সাতদিন/এমজেড