রাত ৮টা ৪৫ মি, ১১ জুন, এটিএন বাংলা
গানে গানে গল্প’র অতিথি
সংগীতশিল্পী মমতাজ
উপস্থাপনা: রুমানা আফরোজ
এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে গল্প’র এবারের পর্বের অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। লোকসংগীতের জনপ্রিয় এই শিল্পী দুই দশক ধরে বাংলাদেশের গানের জগতে রাজত্ব করে যাচ্ছেন। এর মধ্যে তিনি ৭০০-এর বেশি গান গেয়েছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। অনুষ্ঠানে শিল্পী পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় গানগুলো। উপস্থাপিকার সাথে আলাপচারিতার ফাঁকে ফাঁকে দর্শকদের জন্য গান গাইবেন তিনি। জানাবেন পুরনো স্মৃতিকথা, গান সম্পর্কে নিজের ভালোলাগার কথাও। জনপ্রিয় গানগুলো দর্শক শ্রোতা উপভোগ করতে পারবেন এ অনুষ্ঠানে।
সাতদিন/এমজেড