রাত ১১টা, ৩০ মি, ১১ জুন, এনটিভি
ভব নদীর কূলে’র অতিথি
সুনীল কর্মকার
উপস্থাপনা: পারভেজ
প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী
সুনীল কর্মকার আসছেন এনটিভির নিয়মিত অনুষ্ঠান ‘ভব নদীর কূলে’র অতিথি হিসেবে। দৃষ্টি শক্তিহীন এই বাউল গায়ক তাঁর সুরেলা কন্ঠ দিয়ে ইতোমধ্যেই শ্রোতাদের মন জয় করেছেন।
বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে তুলে ধরতেই এনটিভির এই আয়োজন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন করে শিল্পী থাকবেন, যিনি একজন গীতিকবির গান করবেন। থাকবেন একজন বিশেষজ্ঞ যিনি ব্যাখ্যা করবেন ঐ কবির গানের মর্মকথা। থাকবেন একজন উপস্থাপক এবং একদল বাদ্যযন্ত্রী। বাদ্যযন্ত্রে থাকবে প্রাচ্য ও পাশ্চাত্বের যুগলবন্দী।
সাতদিন/এমজেড