রাত ১০টা ১৫ মি, ২৫ জুন, চ্যানেল নাইন
মিউজিক্যাল শো 'জেন এক্স'
পরিচালনা: কে এম জাহিদ
জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গীতিকারদের গানকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হবে মিউজিক্যাল শো 'জেন এক্স' অনুষ্ঠানে। প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলম খানের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেবন রাজিব ও লিজা। পরিচালক, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান পরিবেশন করবেন অপু ও স্মরণ এবং চলচ্চিত্র ও সঙ্গীত পরিচালক এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের গান গাইবেন অপু ও স্মরণ।
কে এম জাহিদের পরিচালনায় 'জেন এক্স' প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে।