১২ ও ১৩ জুন, আঁলিয়স ফ্রঁসেস, ঢাকা
বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে
আঁলিয়স ফ্রঁসেস’এর বিশষ আয়োজন
বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত আঁলিয়স ফ্রঁসেস-এর লা গ্যালারিতে ‘ফেঁত দ্য লা মুসিক ২০১৫’ শিরোনামে দুদিনের এক উৎসবের আয়োজন করা হয়েছে। ১২ জুন উৎসবের প্রথম দিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সংগীত পরিবেশন করবে বেশ কিছু তরুণ ব্যান্ড। এছাড়া এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গজল সংগীতের আসর।
উৎসবের দ্বিতীয় দিন ১৩ জুন বিকাল ৪টা থেকে আঁলিয়স ফ্রঁসেস দ্য ঢাকার ফরাসী ভাষার ছাত্র-ছাত্রী এবং ‘ইকোল দ্য মুসিক’এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একক, দ্বৈত ও যন্ত্রসংগীত পরিবেশিত হবে। বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় এই গানগুলো একক, দ্বৈত ও দলীয় সংগীত পরিবেশনার পাশাপাশি থাকছে পিয়ানো, গিটার এবং বাঁশির পরিবেশনা।
উল্লেখ্য, ১৯৮২ সালে প্রথম ফ্রান্সে বিশ্ব সংগীত দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বের একশরও বেশি দেশ এই দিবসটি পালন করে আসছে।
সাতদিন/এমজেড