সকাল ৯টা ১৫মি, ১১ জুন, এবং
রাত ১২ টা ৩৫ মি, ১২ জুন, এটিএন বাংলা
কথামালা'য় এবারের প্রসঙ্গ 'হাওয়া বদল'
অতিথি: কবি আসাদ চৌধুরী ও সাংবাদিক আবু সাঈদ খান
উপস্থাপনা: মুস্তফা নুরুল ইসলাম
পরিচালনা: তাশিক আহমেদ
ব্যাক্তি-জীবনে, পারিবারিক- সামাজিক জীবনে, আর্থ- রাজনৈতিক পরিমণ্ডলে পরিশেষে মূল্যবোধেরও নানান অঙ্গনে চলছে হাওয়া বদলের ঢেউ। যা ছিল বহমান তার চরিত্র কিছু কিছু পাল্টেছে তা ভাল হোক মন্দ হোক।
হাওয়া বদল বলতে কি বোঝায় এবং হাওয়া বদলই বা কেন? আমাদের জীবনাচরণে হোক আমাদের দেশে হোক, পুরো পৃথিবীজুড়ে এই যে হাওয়া বদল সেই প্রসঙ্গ নিয়েই সাজানো হয়েছে এ পর্বের কথামালা এবং এ পর্বের আসরে উপস্থাপক মুস্তফা নুরুল ইসলামের সাথে আলোচনায় থাকবেন সাংবাদিক আবু সাঈদ খান এবং কবি আসাদ চৌধুরী।
তাশিক আহমেদের পরিচালনায় কথামালা প্রচারিত হবে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ও শুক্রবার রাত ১২ টা ৩৫ মিনিটে এটিএন বাংলায়।