সকাল ১০টা, ১৩ থেকে ১৫ জুন, বাংলা একাডেমি
ধর্মনিরপেক্ষতা ও সামূহিক সমাজবিকাশ শীর্ষক
প্রয়াত জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমেদ স্মারক সেমিনার
বিশিষ্ট ইতিহাসবিদ, বাংলা একাডেমির ফেলো, জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমেদ এর চিন্তা ও কৃতির স্মরণে বাংলা একাডেমি, স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদ-এর যৌথ আয়োজনে ১৩, ১৪ ও ১৫ জুন ২০১৫ পর্যন্ত ধর্মনিরপেক্ষতা ও সামূহিক সমাজবিকাশ শীর্ষক তিনদিন ব্যাপী স্মারক সেমিনারের আয়োজন করা হয়েছে।
১৩ জুন ২০১৫ শনিবার সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্বোধনি অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন নিশাত জাহান রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী স্মারক সেমিনার উদ্বোধন করবেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। সভাপতিত্ব করবেন অধ্যাপক করুণাময় গোস্বামী। অধিবেশনের শেষে অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদের জীবনচিত্র উপস্থাপিত হবে। একই দিন বেলা ১১টায় মিশ্র সংস্কৃতি, ঐতিহ্য ও আমরা শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের পশ্চিমবঙ্গের গবেষক অধ্যাপক ইমানুল হক। আলোচনায় অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং মফিদুল হক। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
১৪ জুন ২০১৫ রবিবার সকাল ১০টায় বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে রবীন্দ্রচিন্তায় ধর্মনিরপেক্ষতা শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক করুণাময় গোস্বামী। আলোচনায় অংশ গ্রহণ করবেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হায়াৎ মামুদ এবং এডভোকেট সুলতানা কামাল। সভাপতিত্ব করবেন বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান।
১৫ জুন ২০১৫ বিকেল ৩টায় স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর লেকচার গ্যালারিতে The Future of Secularism শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আলী রিয়াজ। আলোচনায় অংশ নেবেন জনাব জাফর সোবহান, অধ্যাপক জাকির হোসেন রাজু। সভাপতিত্ব করবেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
এছাড়া তিনদিন ব্যাপী আয়োজনের প্রতি বিকেলে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।