রাত ৮টা ও ২টা, ১৩ জুন এবং
সকাল ৮টা ১৫ মি, ১৪ জুন, বৈশাখী টেলিভিশন
মিউজিক ট্রেন-এর অতিথি
তাসমিনা চৌধুরী অরিন
প্রযোজনা: এস আর রোমেল
উপস্থাপনা: আর্নিক
গান নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’। প্রতিটি পর্বে এ প্রজন্মের একজন করে সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন। অনুষ্ঠানটির আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসমিনা চৌধুরী অরিন। চট্টগ্রামের সংগীত ঐতিহ্যবাহী এক পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে ছোটবেলা থেকে তিনি পেয়েছেন সংগীত শিক্ষার উপযোগী পরিবেশ। ২০০৫ সালে তিনি ক্লোজআপ ওয়ানের সেরা বিশে জায়গা করে নেন। ২০০৯ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘স্বপ্ন এবং তুমি’ প্রকাশিত হয়। এই অ্যালবামের ‘এর চেয়ে ভালোবাসা যায় না’ গানটি শ্রোতাদের মন জয় করে নেয়। এর পর থেকে তাঁর গানের জগতে শুধু ছুটে চলা। এর মধ্যে প্রায় প্রতি বছরই প্রকাশিত হয়েছে এক বা একাধিক অ্যালবাম।
এস আর রোমেল-এর প্রযোজনায় আনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আর্নিক। বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৮টায় প্রচারিত হয় এবং পুনঃপ্রচার করা হয় পরদিন রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে।
সাতদিন/এমজেড