দুপুর ২টা ৩০ মি, ১২ জুন, মাছরাঙা টিভি
ইচ্ছে গানের দুপুরে ব্যান্ড অরণ্য
উপস্থাপনা: দিঠি আনোয়ার
প্রযোজনা: অজয় পোদ্দার
ফোনোলাইভ মিউজিক্যাল শো ‘মমতাজ গোল্ড নাম্বার ওয়ান ইচ্ছে গানের দুপুর’এর এবারের পর্বে গান শোনাতে স্টুডিওতে উপস্থিত থাকবে গানের দল অরণ্য। ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। বর্তমানে ব্যান্ডটির সদস্যরা হলেন— দীপ্ত (কন্ঠশিল্পী ও গিটার), নাদিম (বেস গিটার ও কন্ঠ), মিকা (পার্কিউশন), বিকাশ (ড্রাম), সৈকত (কিবোর্ড) এবং তিলক (গিটার)।
অজয় পোদ্দারের প্রযোজনায় ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করে থাকেন জনপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
সাতদিন/এমজেড