রাত ৯টা ৩০ মি, ১২ জুন, মাছরাঙা টেলিভিশন

টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৩

নৃত্যশিল্পী বিশাল কৃষ্ণা

প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া


মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৩’-এর ধারণকৃত অংশ। ২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে উপমহাদেশের শতাধিক খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এবারের পর্বে প্রচারিত হবে নৃত্যশিল্পী বিশাল কৃষ্ণা’র পরিবেশনা।

বিশাল কৃষ্ণের জন্ম ১৯৯১ সালে। তিনি বেনারশের ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে জন্ম গ্রহণ করেন। বেনারশের ঐতিহ্য অনুযায়ী তাঁর নৃত্যশিক্ষা শুরু হয় ৩ বছর বয়সে পিতামহীর কাছে। পিতামহী ড. সিতারা দেবীর কাছে প্রাথমিক তালিম নেওয়ার পর তিনি পণ্ডিত রবি শংকর মিশ্র-এর কাছে তালিম নেন। তাঁর পিতা মোহন কৃষ্ণও একজন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী ছিলেন। পিতার কাছ থেকেও বিশাল প্রশিক্ষণ পেয়েছেন।

বিশাল কৃষ্ণ ভারতের সর্বত্র বড় বড় উৎসবে নৃত্য পরিবেশন করেন। ২০০৭ সালে তিনি শ্রীনগর মানি পুরস্কার পেয়েছেন।

সাতদিন/এমজেড

১২ জুন ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›