দুপুর ১২ টা ১৫ মি, ১২ জুন, বৈশাখী টিভি
প্রামাণ্যচিত্র: ভূ-কম্পন
প্রযোজনা : রঞ্জন মল্লিক
পৃথিবীর আদী অবস্থায় ভূকম্পন ছিল অতি স্বাভাবিক ব্যপার। পৃথিবী সৃষ্টির পর দীর্ঘ সময় লেগেছে মানব বসতি তৈরির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হতে। প্রকৃতি কিন্তু তার খেলা কখনই থামায়নি। এক সময় অফ্রিকা ও এশিয়া এক ভূখন্ডে অবস্থিত ছিল। বিজ্ঞানিদের ধারণা প্রায় ৪০০০ বছর আগে ভূ-কম্পনের ফলে এশিয়া থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে উপমহাদেশে ঘটে গেছে বেশ বড় বড় কয়েকটি ভূ-কম্পন। যেমন ২০০০ সালে ভারতের গুজরাটের ভুজ শহরে, ২০০৭ সালে বিহার রাজ্যে এবং সম্প্রতি ২০১৫ সালে ২৫শে এপ্রিল নেপালের কাঠমন্ডুতে ঘটে গেছে ভয়াবহ ভূমিকম্প। এতে নেপালে ১০০০০ হাজারের মতো লোক নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। মানবিক বিপর্যয়ে পতিত আজ নেপাল।
বাংলাদেশেও এ সময়ে পর পর কয়েকদিন ভূ-কম্পন অনুভূত হয়। স্বভাবতই মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে বাংলাদেশের বড় বড় শহর গুলোতে অপরিকল্পিত দালান কোঠা নির্মাণ এবং পুরানো ঢাকার জীর্ণ ভবন সমূহ ভূমিকম্পের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে। এ সব তথ্য নিয়ে এবং ভুমিকম্প হলে কি করা উচিত, পূর্ব-প্রস্তুতি এবং কিভাবে শহরকে বাঁচিয়ে রাখা যায় তাই নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে।
সাতদিন/এমজেড