রাত ৯টা, ১৩ জুন, মাছরাঙা টিভি
অদিতি মহসিনের উপস্থাপনায়
আলোর ভূবনে’র অতিথি
লায়লা হাসান ও বুলবুল ইসলাম
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনের আড্ডা ও গান নিয়ে আয়োজন ‘আলোর ভূবনে’। অনুষ্ঠানটির প্রতি পর্বে দেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়, সেই সাথে আমন্ত্রিত হয়ে আসেন একজন গুণী সংগীতশিল্পী। অনুষ্ঠানটির এবারের পর্বে আমন্ত্রিত হয়ে এসেছে বরেণ্য অভিনয়শিল্পী লায়লা হাসান এবং রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী বুলবুল ইসলাম। আরেক প্রখ্যাত সংগীতশিল্পী অদিতি মহসিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে লায়লা হাসান জানাচ্ছেন তাঁর জীবন ও কর্মে সংগীতের প্রভাব এবং তাঁর ভালো লাগা গানের কথা। সেই সব ভালো লাগা গান শোনাচ্ছেন উপস্থিত শিল্পী বুলবুল ইসলাম।
বাংলাদেশের সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ লায়লা হাসান বর্তমানে বাংলাদেশ জাতীয় নৃত্যশিল্পি সংস্থার সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশন আপীল বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। বাংলাদেশের নৃত্যাঙ্গনে দীর্ঘ দিন তাঁর অবদানের জন্য তিনি ২০১০ সালের একুশে পদকের সম্মান অর্জন করেছেন। নৃত্য চর্চার পাশাপাশি মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দায় অভিনয় করে গেছেন নিয়মিত। তিনি ‘এশিয়ান ড্যান্স কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে লায়লা আসান সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অপরদিকে রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলাম ছায়ানট সংগীত বিদ্যায়তনের রবীন্দ্রসংগীত বিভাগে শিক্ষকতা করছেন। তিনি বর্তমান সময়ের গুণী শিল্পীদের একজন।
স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় ‘আলোর ভূবনে’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি শনিবার রাত ৯টায়।
সাতদিন/এমজেড