দুপুর ২টা ৪০ মি, ১২ জুন চ্যানেল আই

টেলিফিল্ম: সোনার ময়না পাখি

রচনা ও পরিচালনা: নাজনিন হাসান চুমকি
অভিনয়: সাইদ বাবু, মুন, চুমকি

এ টেলিছবির গল্প একজন দরিদ্র ট্রাকচালক সোনাই ও তাঁর স্ত্রী ময়নাকে নিয়ে। সমাজের এই শ্রেণির যাপিত জীবন তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাজনিন হাসান চুমকির রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন সাইদ বাবু, মুন, নাজনিন হাসান চুমকি প্রমুখ। প্রচারিত হবে চ্যানেল আইতে দুপুর ২টা ৪০ মিনিটে।

১২ জুন ২০১৫

নাটক

 >  Last ›