সন্ধ্যা ৬টা ৩০ মি, ১২ জুন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র

সৌমিত্র চট্টপাধ্যায়কে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী


প্রবাদপ্রতীম অভিনয়শিল্পী সৌমিত্র চট্টপাধ্যায়ের জীবন নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন মাসুদ করিম। প্রামাণ্যচিত্রটি ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) প্রদর্শিত হবে ১২ জুন বিকাল ৫টায়।


প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে সৌমিত্র চট্টপাধ্যায়ের শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত তাঁর পথ চলা। নানান অভিজ্ঞতা ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি আজকের এই অবস্থানে এসেছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে প্লেব্যাক গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় লালনগীতির শিল্পী ফরিদা পারভীন।

সাতদিন/এমজেড

১২ জুন ২০১৫

প্রদর্শনী

 >  Last ›