বিকাল ৫ টা ৩০ মি, ১২ জুন, এসএ টিভি
বেলাশেষে’র এবারের অতিথি
সামিনা চৌধুরী, এনামুল করিম নির্ঝর ও লিমন
উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল
বাংলাদেশের সংগীত জগতের তিন জনপ্রিয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে বেলাশেষে’র এবারের পর্বের অতিথি। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন গীতিকার এনামুল করিম নির্ঝর, সংগীতশিল্পী সামিনা চৌধুরী এবং সংগীতশিল্পী লিমন। অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন সংগীত জগতের নানা অজানা বিষয় নিয়ে, সেই সাথে তাঁদের নিজ নিজ অভিজ্ঞতা ও উপলব্ধির কথা বলেছেন।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড