রাত ৯ টা, ১২ জুন,এসএ টিভি
এ সপ্তাহের নাটক “তবু...”
রচনা: শ্যামল ভাদুরী
পরিচালনা: সম্রাট নাসির
অভিনয়: শহিদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, বাঁধন
আফ্রো-এশিয়া এনজিও সম্মেলনে বাংলাদেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব খাজা নাসেরের সঙ্গে পরিচয় হয় জাম্বিয়ার এনজিও প্রতিনিধি আকাশ বসরাইয়ের। দু’জনের বন্ধুত্ব বেশ জমে ওঠে। নাসের আকাশকে তার বাড়িতে নিয়ে আসে এবং নাসেরের স্ত্রী নন্দিনীর সঙ্গে আকাশের দেখা হয়। একটা অদ্ভূত ত্রিভূজ প্রেমের বলয় তৈরী হয়। আর এ নিয়েই এগিয়ে যায় নাটক ‘তবু...’।
শ্যামল ভাদুরী রচনা ও সম্রাট নাসিরের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, বাঁধন প্রমূখ।
সাতদিন/এমজেড