দুপুর ৩টা ৩০ মি, ১২ জুন, একুশে টেলিভিশন
টেলিফিল্ম 'ভাবনায় ভালোবাসা
রচনা: শামীমুল ইসলাম শামীম
পরিচালনা: জিয়াউদ্দীন আলম
অভিনয়: সজল, জাকিয়া বারী মম, ছবি আরাফাত, শিরীন শিলা
শুধু মোবাইল ফোনে কথা বলেই ভাবনা নামের একটি সহজ-সরল মেয়ে নীরব নামের এক সুপার কনভেন্স টাইপ ছেলেকে ভালোবেসে ফেলে। ফোন নাম্বার ছাড়া ছেলেটির কিছুই জানে না ভাবনা। নীরবের কথায় একটা সময় ভালোলাগা গভীর হয়ে ওঠে। পরিবারের সদস্যরা যখন ভাবনার বিয়ে নিয়ে ভাবতে থাকে, তখনই সে গিয়ে মুখোমুখি দাঁড়ায় নীরবের। ওরা পরস্পরকে দারুণ পছন্দও করে। ছেলেটির সারল্য আর দুষ্টুমিতে অভিভূত হয় ভাবনা। এদিকে নীরব ব্যবসায়িক ঝামেলা নিয়ে দুশ্চিন্তায় থাকে। এভাবেই চলতে থাকে ‘ভাবনায় ভালোবাসা’র গল্প।
শামীমুল ইসলাম শামীমমের রচনা জিয়াউদ্দীন আলমের পরিচালনায় টেলিফিল্ম 'ভাবনায় ভালোবাসা'য় অভিনয় করেছেন সজল, জাকিয়া বারী মম, ছবি আরাফাত, শিরীন শিলা প্রমুখ। প্রচারিত হবে দুপুর ৩টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে।