সকাল ১০টা ২০ মি, ১৪ জুন, বৈশাখী টিভি

আলাপ’এর অতিথি

অনিন্দিতা কাজী

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা


বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’এর এবারের পর্বের অতিথি কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র অনিন্দিতা কাজী। তিনি একাধারে আবৃত্তিশিল্পী, কন্ঠশিল্পী এবং উপস্থাপিকা। কলকাতার টিভি চ্যানেল তারা মিউজিক-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘আজ সকালের আমন্ত্রণে’র সঞ্চালক হিসেবে তিনি দীর্ঘ দিন কাজ করে আসছেন। এ ছাড়া বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন মঞ্চ আয়োজনে নিয়মিত অংশ নিয়ে থাকেন তিনি।


পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করে থাকেন শান্তা।

সাতদিন/এমেজেড

১৪ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›