রাত ১০টা, ১৫ জুন, এবং
সকাল ৮টা ৩০ মি, ১৬ জুন, এশিয়ান টিভি
ইয়ং স্টার-এ
পারভেজ ও পূজা
উপস্থাপনা: দেবাশিষ বিশ্বাস
প্রযোজনা: ইমরান আলি
এশিয়ান টেলিভিশনের আড্ডা-আলোচনার নিয়মিত অনুষ্ঠান ‘ইয়ং স্টার’-এর এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন সংগীতশিল্পী পারভেজ ও পূজা। জনপ্রিয় সংগীতশিল্পী পারভেজ পেশাদার সংগীত জগতে আত্মপ্রকাশ করেন ২০০৮ সালে। ২০০৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম। চলচ্চিত্রের গানেও কন্ঠ দিচ্ছেন নিয়মিত। অপরদিকে কন্ঠশিল্পী পূজা’র পুরো নাম বাঁধন সরকার পূজা। ২০০৯ সালে পূজার প্রথম একক অ্যালবাম ‘প্রজাপতি মন’ প্রকাশিত হয়। ২০১২ সালে নিজ নামে তাঁর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন পূজা। তাঁর তৃতীয় অ্যালবাম ‘পূজা রিটার্নস’ বাজারে আসে ২০১৪ সালে।
ইমরান আলির প্রযোজনায় ইয়ং স্টার প্রচারিত হবে সোমবার রাত ১০ টায় এবং পুনঃপ্রচার করা হবে পরদিন সকাল ৮টা ৩০ মিনিটে এশিয়ান টিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।
সাতদিন/এমজেড