সন্ধ্যা ৭টা ৪৫ মি, ১৫ জুন, দেশটিভি

‘সিনেমা এক্সপ্রেস’-এর অতিথি

আশিকুর রহমান ও টাইগার রবি

উপস্থাপনা: আমব্রিন
প্রযোজনা: রেজওয়ানুল কবির মাসুম


বাংলাদেশী চলচ্চিত্রের নানা খবরাখবর, সাম্প্রতিক চলচ্চিত্রের শুটিং-দৃশ্য ধারণ ও প্রচার, তারকাদের সাক্ষাৎকার, মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের গান ও দর্শক মতামত, চলচ্চিত্রবোদ্ধাতের মতামত, চলচ্চিত্রের এক বা একাধিক তারকা অতিথির সাথে আড্ডা নিয়ে সাজানো হয় সিনেমা এক্সপ্রেস অনুষ্ঠানটি।


এ সময়ের আলোচিত চলচ্চিত্র 'মুসাফির' । আরিফিন শুভ এবং নবাগত মারজান জেনিফা অভিনীত ছবিটি এ বছরই মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা, কাহিনী ও চিত্রনাট্য করেছেন আশিকুর রহমান আশিক। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, হারুন রশিদ, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং, জাদু আজাদ ও রেবেকা প্রমুখ।

দেশ টিভিতে প্রচারিত এ পর্বের সিনেমা এক্সপ্রেসে চলচ্চিত্র মুসাফির' এর কথা বলবেন পরিচালক আশিকুর রহমান আশিক এবং অনিভয় শিল্পী টাইগার রবি।

আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজওয়ানুল কবির মাসুম।

১৫ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›