বিকাল ৫টা ৩০ মি, ১৫ জুন, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
জাকির হোসেন রাজু
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র এবারের পর্বের অতিথি নির্মাতা ও চলচ্চিত্র সমালোচক জাকির হোসেন রাজু। তিনি দেশে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে তিনি জানাচ্ছেন তাঁর চলচ্চিত্র বিষয়ক ভাবনা ও নানা অভিজ্ঞতার কথা।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড