সকাল ১০টা ২০ মি, ১৬ জুন, বৈশাখী টিভি

আলাপ’এর অতিথি

কন্ঠশিল্পী নাহিদ নাজিয়া

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা জাহান


বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’এর এবারের পর্বের অতিথি সংগীতশিল্পী নাহিদ নাজিয়া। এ প্রজন্মের সংগীতশিল্পী নাহিদ নাজিয়া মানসম্মত সংগীত পরিবেশনার জন্য দুই বাংলাতেই প্রশংসিত হয়েছেন। অনুষ্ঠানে তিনি জানাচ্ছেন জীবনের নানান অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।


পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার হতে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন শান্তা জাহান।

সাতদিন/এমজেড

১৬ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›