বিকাল ৫টা ৩০ মি, ১৬ জুন, চ্যানেল আই

‘কথা প্রসঙ্গে’র অতিথি

জান্নাতুল ফেরদৌস পিয়া

গ্রন্থনা ও উপস্থাপনা: তানভীর তারেক
প্রযোজনা: জামাল রেজা ও মোস্তাফিজুর রহমান নান্টু



তারকা ব্যক্তিত্বদের নিয়ে চ্যানেল আই-এর আড্ডার অনুষ্ঠান ‘কথা প্রসঙ্গে’র এবারের পর্বের অতিথি মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ২০০৭ সালে তিনি মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ২০০৮ সাল থেকে র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে ক্যারিয়ার শুরু করেন। পাশাপাশি তিনি একাধিক পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। ২০১১ সালে তিনি জিতে নেন ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি খেতাব। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। এ ছাড়াও মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার গৌরব অর্জন করেন তিনি।


পিয়া চলচ্চিত্র জগতে পা রাখেন ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘দ্য স্টোরি অব সামারা’ এবং ‘প্রবাসীর প্রেম’সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন।

জান্নাতুল ফেরদৌস পিয়া’র জন্ম ১৯৯১ সালে খুলনা জেলায়। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস হতে আইন বিভাগে পড়াশুনা করেছেন।

জামাল রেজা ও মোস্তাফিজুর রহমান নান্টু’র প্রযোজনায় ‘কথা প্রসঙ্গে’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন তানভীর তারেক। অনুষ্ঠানটি চ্যানেল আই’তে প্রচারিত হয় সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

১৬ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›