বিকাল ৫টা ৩০ মি, ১৬ জুন, এসএটিভি

বেলাশেষে’র অতিথি

গবেষক ও সংগীতশিক্ষক ফয়সাল আহমেদ

প্রযোজনা: কাজী চপল


এসএ টেলভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র এবারের পর্বের অতিথি হিসবে থাকছেন গবেষক ও সংগীতশিক্ষক ফয়সাল আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে উচ্চাঙ্গসংগীত চর্চা করে আসছেন এবং সংগীতশিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি সংগীত বিষয়ক গবেষণা করছেন। ‘গান গুচ্ছ’ শিরোনামে তিনি একটি বাংলা গানের সংকলন প্রকাশ করেছেন যাতে প্রায় ৩ হাজার গান রয়েছে।


কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটৈ।

সাতদিন/এমজেড

১৬ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›