বিকাল ৫টা, ১৬ জুন, শিল্পকলা একাডেমি, ঢাকা
দেশ বরেণ্য কবি ও শিল্পীদের অংশগ্রহণে
কবিকন্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিমাসের নিয়মিত অনুষ্ঠানমালার ধারাবাহিকাতায় আগামী ১৬ জুন ২০১৫ মঙ্গলবার একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টায় দেশবরেণ্য কবিদের অংশগ্রহণে কবিকন্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন কবি নির্মলেন্দু গুণ, রবিউল হুসাইন, জাহিদুল হক, অসীম সাহা, নূহ উল-আলম লেলিন, নাসির আহমেদ, শিহাব সরকার, দিলারা হাফিজ, তারিক সুজাত ও অঞ্জনা সাহা এবং সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সুজিত মোস্তফা ও অনুপমা মুক্তি। অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসেবে আছেন কবি আসলাম সানী এবং উপস্থাপনায় তামান্না তিথি।
সাতদিন/এমজেড