সন্ধ্যা ৬টা ৩০ মি, ১৬ জুন, একুশে টিভি
দেশজুড়ে সংলাপের অতিথি
শামসুল আলম বকুল ও নাদিরা খানম
বিষয় : দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শ্রমজীবি শিশুরা
প্রযোজক: মাসুমা লিসা
সঞ্চালক : জামিল আহমদে
সারাদেশে প্রায় ৪৫ লাখ শিশু নিষিদ্ধ শিশুশ্রমের শিকার। ২০১১ সালে সরকারী এক জরিপে দেখা গেছে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে শিশু শ্রমিকদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন দেশজুড়ে সংলাপ অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় “দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শ্রমজীবি শিশুরা”। এ বিষয়ে আলোচনা করতে এবারের পর্বে উপস্থিত থাকছেন সেভ দ্য চিলড্রেন’এর ডেপুটি ডিরেক্টর শামসুল আলম বকুল এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশের পার্টনারশীপ এক্সপার্ট নাদিরা খানম।
সাতদিন/এমজেড