সন্ধ্যা ৬টা ৫মি, ১৭ জুন, একুশে টিভি
বিশেষ একুশের সন্ধ্যায়
শমী কায়সার
প্রযোজনা: আসাদুজ্জামান আসাদ
১৭ জুন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের উপদেষ্টা আতিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে একুশে টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ ‘একুশে সন্ধ্যা’। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুণী অভিনেত্রী শমী কায়সার। একাধারে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনয়শিল্পী। উল্লেখ্য তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা।
অনুষ্ঠানে তিনি কথা বলবেন আতিকুল হক চৌধুরীরকে নিয়ে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামের প্রসিদ্ধ জমিদার বাড়ির সন্তান। ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে বাংলাদেশ বেতারের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় ধরে দ্বায়িত্ব পালন করছিলেন।
সাতদিন/এমজেড