সন্ধ্যা ৭টা ৫০মি, ১৭ জুন, একুশে টিভি
আতিকুল হক চৌধুরি’কে নিয়ে
অতঃপর আমি
উপস্থাপনা ও প্রযোজনা: মহোসিনা রহমান
১৭ জুন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে একুশে টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই আয়োজনের অংশ হিসেবে আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘অতঃপর আমি’র বিশেষ পর্ব একুশে টেলিভিশনে প্রচারিত হবে রাত ৭টা ৫০মিনিটে। এতে আতিকুল হক চৌধুরীর সাক্ষাৎকার প্রচারিত হবে। উল্লেখ্য, গত ১৭ জুন ২০১৩ সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে বরেণ্য নাট্য ব্যাক্তিত্ব ও একুশে টেলিভিশনের উপদেষ্টা আতিকুল হক চৌধুরি রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামের প্রসিদ্ধ জমিদার বাড়ির সন্তান। ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে বাংলাদেশ বেতারের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছিলেন।
সাতদিন/এমজেড