বিকাল ৫টা ৩০ মি, ১৬ জুন, জিটিভি
এই সন্ধ্যায়’এর অতিথি
সংগীতশিল্পী রাদিত
প্রযোজনা: সোহেল রানা
জিটিভির আড্ডার অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’এর এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন সঙ্গীতশিল্পী রাদিত । রাদিত বগুড়া মেডিকেল কলেজ পড়ুয়া একজন প্রতিভাবান স্টুডেন্ট পাশাপাশি সঙ্গীতের ভূবনেও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। সত্যিই এসময়ে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন রাদিত আর মিউজিক ভিডিওতেও রাদিতের সাফল্যঘেরা এছারা রাদিত নাচ,উপস্থাপনায়ও বেশ পটু।
সোহেল রানার প্রযোজনায় ‘এই সন্ধ্যায়’ অনুষ্ঠানটি জিটিভিতে প্রচারিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড