রাত ১টা ২০ মি, ১৭ জুন, এটিএন বাংলা
২০০ পর্বে ‘সিনে মিউজিক’
উপস্থাপনা ও পরিচালনা: ফওজিয়া এরিনা
এটিএন বাংলায় নিয়মিত প্রচারিত হচ্ছে প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’। ১৭ জুন ২০১৫ তারিখে প্রচারিত হবে অনুষ্ঠানটির ২০০তম পর্ব। মূলত প্রবাসী দর্শকদের কথা মাথায় রেখে এবং তাদের বিনোদনের মাধ্যমে উজ্জ্বীবিত করতেই অনুষ্ঠানটি তৈরি। সারাদিনের ক্লান্তি শেষে অসংখ্য প্রবাসী আছেন যারা বাসায় ফিরে একাকী জীবন কাটান। পরিবার-পরিজন, প্রেয়সী, স্ত্রী সন্তানকে দুরে রেখে শুধুমাত্র জীবনের প্রয়োজনে তারা দেশ থেকে অনেক দূরে। তাদের এককীত্বের সময়কে আনন্দময় করতেই এটিএন বাংলার প্রচেষ্টা ‘সিনে মিউজিক’।
ফৌজিয়া এরিনার উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হয় শনি থেকে বৃহস্পতিবার, রাত ১টা ২০ মিনিটে। অনুষ্ঠানে বাংলা ছবির গান, ছবি নির্মানের গল্প, পরিচালক, প্রযোজক, শিল্পীদের কথা এবং হলে গিয়ে দর্শকদের মতামত গ্রহন করে তা প্রচার করা হবে।
সাতদিন/এমজেড